চেয়ারম্যান
অধ্যক্ষ
আধুনিক যুগের বৈজ্ঞানিক ও নিরীক্ষাধর্মী শিক্ষা ব্যবস্থার সাথে জাতীয় লক্ষ্য ও আশা-আকাঙ্ক্ষার সামঞ্জস্য বিধান করে বিশেষ প্রক্রিয়ায় শিক্ষাদানের উদ্দেশ্য সামনে রেখে গাইবান্ধা জেলা শহরে বর্তমান গাইবান্ধা সরকারি মহিলা কলেজ চত্বরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ‘শিশু নিকেতন, গাইবান্ধা’ নামে প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালের ২৪ জানুয়ারি। ১৯৮৫ সালের জুন মাসে শহরের গোডাউন রোডে তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব শাহ্জাদা আনোয়ারুল কাদিরের দানকৃত জমিতে বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মিত হলে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। দানের শর্তানুযায়ী বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দাতার মরহুম পিতার নামে নামকরণ করা হয় ‘আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন, গাইবান্ধা’।
শহরের কোলাহল থেকে দূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে, আধুনিক স্থাপত্যকৌশলে নির্মিত নিজস্ব বহুতল ভবনে আরও উচ্চতর শিক্ষা প্রদানের লক্ষ্যে বিদ্যালয়টিকে ১৯৯৯ সালে মাধ্যমিক এবং স্কুল পর্যায়ে অর্জিত অসাধারণ সাফল্যের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে ২০০২ সালে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা হয় এবং শিক্ষা মন্ত্রণালয় ও রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন পাওয়ার পর এর নামকরণ করা হয় ‘আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা’। প্রতিষ্ঠানটি সূচনালগ্নে ২০০৪ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করেই ৯৬% পাশের মাধ্যমে রাজশাহী শিক্ষা বোর্ডে শীর্ষ দশটি কলেজের মধ্যে স্থান করে নেয়ার গৌরব অর্জন করে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। সাফল্যের সিঁড়ি বেয়ে শুধুই গৌরবময় পথচলা।
সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে শিক্ষাদান করে আপামর জনসাধারণের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। বিশেষ করে বিভিন্ন শ্রেণির বৃত্তি ও পাবলিক পরীক্ষায় এর অসাধারণ সাফল্য এতদঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক ব্যতিক্রমী ধারা ও গৌরবময় ঐতিহ্য সৃষ্টি করেছে।
শিক্ষার ভিত্তি হচ্ছে জীবন সম্বন্ধে গভীর প্রত্যয়। সে কারণে শুধু জীবিকা উপার্জনের জন্য প্রস্তুত করা কিংবা উত্তম প্রাতিষ্ঠানিক শিক্ষাদানই নয় বরং ছাত্রছাত্রীদের আদর্শ চরিত্র ও মহৎ জীবনের প্রতি আকৃষ্ট করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
বিশেষ ক্যাটাগরির এ শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে একটি ট্রাস্টি বোর্ডের তত্ত্বাবধানে সরকার অনুমোদিত বিশেষ ধরনের গভর্নিং বডি দ্বারা পরিচালিত হচ্ছে।